• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কিংবদন্তী সোবার্সকে ছাড়িয়ে গেলেন সাকিব 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৪:০৪ পিএম
কিংবদন্তী সোবার্সকে ছাড়িয়ে গেলেন সাকিব 

খেলতে নামলেই যেন একের পর এক রেকর্ড হয়ে যায় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাꩵকিব আল হাসান। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অনন্য এক রেকর্ড গড়েন সাকিব। দ্রুততম ক্রিকেটাꦦর হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। 

টেস্ট ক্রিকেটে ৪০০০ রান ও ২০০ উইকেটের মালিক মাত্র পাঁচ জন ক্রিকেটার। স্যার গ্যারি সোবার্স, স্যার ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ✅ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি রয়েছেন এই তালিকায়। 

এই রেকর্ড গড়তে গ্যারি ♚সোবার্স খেলেছেন ৮০ টেস্ট। আর ইয়ﷺান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি খেলেছেন যথাক্রমে, ৬৯, ৯৭, ১০২ ও ১০১ টেস্ট। 

অন্যদিকে এই রেকর্ড গড়তে সাকিব খেলেছেন ৬০ ট🌜েস্ট। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্🍸টের দ্বিতীয় ইনিংসে এই রেকর্ড গড়েন সাকিব। 

Link copied!